ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগো নৌ-ঘাঁটিতে নোঙ্গর করা একটি যুদ্ধ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে ধোঁয়ার মেঘ ঢেকে নিয়েছিল পুরো নৌ-ঘাঁটিকে। এখন পর্যন্ত ১৮ ক্রুসেডার সেনা সহ নৌ-ঘাঁটিতে কর্মরত মোট ২১ জন হতাহত হয়েছে।
নৌ-অফিসারদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ১৩ জুলাই যুদ্ধ জাহাটি দুর্ঘটনার শিকার হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে, কয়েক ডজন দমকল কর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের মতে, নৌবাহিনীর জাহাজটি মেরামত করার জন্য নৌ-ঘাঁটিতে নোঙ্গর করেছিল। মার্কিন নৌ কর্মকর্তারা জানিয়েছে, যুদ্ধ জাহাজটিতে প্রায় ১৬০ নাবিক তখনও অবস্থান করছিল। পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। তবে এই বিস্ফোরণের ঘটনাটি কিভাবে ঘটেছে সে ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য জানায়নি মার্কিন যুক্তরাষ্ট্র।