বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত রোববার ইনস্টগ্রামে একটি ছবি প্রকাশ করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে রেবেকা লেখেন, ‘আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি।’
তিনি আরও লেখেন, ‘আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি।’ সংবাদমাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর রেবেকা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার পুরোনো সব ছবি সরিয়ে ফেলেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন। এছাড়া তার কোনো ছবি প্রকাশ না করার অনুরোধ করে ওই পোস্টে রেবেকা লেখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনো ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরের কোনো অঙ্গ প্রকাশ পায় এমন কোনো ছবি কেউ যেন প্রকাশ না করে। দৈনিক সংগ্রাম
01300000000
ভাই নাম্বার দেওয়ার মানে কি?আর কেমন কমেন্ট ই বা করলেন
আল্লাহ উনাকে ইসলামের জন্য কবুল করুন।আমিন
আল্লাহ আমাদের এ বোন কে পরি পূর্ণ ইসলামের উনুসোরোন করার তাওফিক দান করুন। আমিন
প্রিয় ভাই,ফোন নাম্বার দিয়া থেকে বিরোতো থাকলে ভালো হয় চাই, সেটা ফেক নাম্বার হোক না কেনো,
প্রিয় ভাই, মনে রাখবেন নিরাপত্তা আমাদের গায়ের চাদর,
allah tinake purno islamer onusari banan.amin
.. jini nambar diesen tini goenda o hote paren tai kew jeno ei nambare call na kori insha allah.