ইসরায়েলকে আরব লীগের সদস্য করতে দুবাইয়ের সাবেক পুলিশ প্রধানের আহ্বান

0
653
ইসরায়েলকে আরব লীগের সদস্য করতে দুবাইয়ের সাবেক পুলিশ প্রধানের আহ্বান

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এবং ইসরায়েলকে আরব লীগে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার জন্য আরব দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন দুবাইয়ের প্রাক্তন পুলিশ ও জেনারেল সিকিউরিটির উপ-প্রধান লে. জেনারেল দাহি খালফান তামিম।

মিডলইস্ট মনিটরের তথ্যমতে, ইসরায়লি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছে খালফান। এসময় তিনি আরব লীগের নাম পরিবর্তন করে ‘দ্যা লীগ অব মিডল ইস্টার্ন কান্ট্রিজ’ করার দাবি জানান।

কেবলমাত্র সরকারি স্তরেই স্বীকৃতি নয় বরং গুরুত্বপূর্ণ স্তরেও ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়লের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান তিনি। খালফানের দাবি,ইহুদিরা বিদেশি নয়, তারা এই দেশেরই সন্তান।’

প্রসঙ্গত, চলতি মাসের ১৩ আগস্ট আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে একটি বিতর্কিত চুক্তি সাক্ষরিত হয়।যে চুক্তির মাধ্যমে একটি অবৈধ রাষ্ট্রকে স্বীকৃতি দেয় আমিরাত। কিছু আরব দেশ ছাড়া বিশ্বের অনেক মুসলিম দেশ এ চুক্তিকে প্রত্যাখ্যান করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভয়াবহ দাবানল প্রত্যক্ষ করছে ক্যালিফোর্নিয়া
পরবর্তী নিবন্ধনামাজরত অবস্থায় আল-আকসা মসজিদ থেকে ৩ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েল