গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেইট পর্যন্ত রাস্তা সংস্কারেরর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা জানান, কালিয়াকৈর পৌরসভা একটি এ ক্লাস পৌরসভা। কিন্তু সে অনুপাতে আমরা সেবা পাই না। মোল্লাপাড়া মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেইট পর্যন্ত রাস্তাটি ৪-৫ বছর আগে কার্পেটিং করা হয়। কিন্তু গত দুই বছর ধরে কার্পেটিং উঠে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে ওই সড়কে চলাচলরত শিল্পকারখার শ্রমিকসহ হাজার হাজার লোকজন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া তারা পৌরসভার বিভিন্ন বেহাল সড়ক সংস্কারের দাবি জানান।
কালের কন্ঠ