দখলদার ইসরায়েলে এবার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

3
780
দখলদার ইসরায়েলে এবার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইসরায়েলের বৃহৎ বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিমানবন্দরের কাছাকাছি এলাকাটি পুড়ে গেছে। ইহুদি উপশহর জিতানের পাশে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। খবর আরব নিউজের।

রোববার মধ্যরাত পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।

ইসরায়েলি দৈনিক ইয়াদুত আহারনোতও জানিয়েছে, গত কয়েক দিন ধরে ইসরায়েলে এ ধরনের বিপর্যয়ের ঘটনা বেড়ে গেছে। তিন দিন আগে রাজধানী তেলআবিবের কাছে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ হয়। গত এপ্রিলে ইসরায়েলের একটি পরমাণু স্থাপনার কাছেও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেন গুরিয়ন বিমানবন্দরটি ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। ইহুদিবাদী এ দখলদার দেশটির প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

এটি রাজধানী তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই বিমানবন্দরেই ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের অবস্থান।

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারো বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেল চাঁদাবাজ হারুন-অর-রশিদ