ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে।
সোমবার থেকে চলমান ইসরাইলি বাহিনীর হামলায় ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। নিহতদের মধ্যে ২৭ জন শিশু ও ১১ জন নারী রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
বর্বর ইসরাইল বাহিনীর হামলা থেকে ঈদের দিনেও রক্ষা পায়নি ফিলিস্তিনিরা। ঈদুল ফিতরের দিনেও বিমান হামলা চালিয়ে ১৯ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।
আল্লাহ মুসলিমদের সহায় হোন। আমীন।
আল্লাহ আপনি আমাকে আমার ভাই এর এক এক ফোঁটা রক্তের হিসাব নেয়ার তৌফিক দান করেন। আমিন
আজ তারা বলছে হে আল্লাহ! আমাদেরকে এই জনপদ থেকে বের করুন, কেননা তারা জালেম এবং আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠান এবং একজন ওয়ালি পাঠান।
☞আমরা হাসি খুশির ঈদ উদযাপন করি আর তারা চোখের কান্না দিয়ে
☞আমরা ভূলে কিভাবে গেছি কারাবন্দি আলেমদের কথা? কিভাবে ভূলে গেছি ফিলিস্তিনের অসহায় মুসলিমদের কথা?
বড় আজব মানুষ আমরা!!!
“অর্থাৎ রক্ত দিয়ে যা নেওয়া হয়েছে তা কখনোই ফেরত দেওয়া যায় না রক্ত ছাড়া”