বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লুটের মামলা হয়েছে। মহানগর সাবেক কাউন্সিলর হাজি কে এম শহীদুল্লাহ শহিদ আদালতে রবিবার এ মামলা দায়ের করে।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছে। এজাহারে বলা হয় হয়, গত বুধবার মধ্য রাতে নগরীর পুলিশ লাইন রোডের শাড়ি ও পোশাকের দোকান বরিশাল ফ্যাশন হাউজ এবং একই ভবনের কিচেন চাইনিজ রেস্তোরাঁর তালা ভেঙে আসামিরা মালামাল ও নগদ টাকা লুট করে।
তৌহিদুল ইসলাম বলেন, ‘ওই ভবনের মালিক আমি। মাসখানেক আগে চুক্তি শেষ হওয়ায় ওই দুই প্রতিষ্ঠানের মালিককে নোটিশ দেওয়া হয়। তাছাড়া পিডিবি থেকে আমাকে বারবার নোটিশ করা হচ্ছিল, কেননা দেড় বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছিল না। সেই বিল আনতে গিয়েছিলাম এবং প্রতিষ্ঠানের ম্যানেজারই গেট খুলেছিল’। কালের কণ্ঠ