গাজায় হাসপাতালের ওপর ইসরায়েলি হামলা বৈধ করতে সিএনএনের প্রোপাগান্ডা

0
1165
গাজায় হাসপাতালের ওপর ইসরায়েলি হামলা বৈধ করতে সিএনএনের প্রোপাগান্ডা

গাজায় হাসপাতালের ওপর সন্ত্রাসী ইসরায়েলি হামলা বৈধ করতে সিএনএন তাদের সংবাদকর্মীদের প্রপাগান্ডা চালানোর নির্দেশ দিয়েছে। তারা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যগুলোকে বলছে সন্ত্রাসী নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য। এমনকি সরাসরি সম্প্রচারের সময় তারা তাদের সংবাদকর্মীদেরও এমন মিথ্যা তথ্য দিতে নির্দেশ দিয়েছে।

গাজায় হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় ইসরায়েল যাতে কোনো কারণ ছাড়াই হামলা চালাতে পারে তার জন্য মার্কিন সংবাদ সংস্থা সিএনএন নতুন এ ধরনের প্রচারণার কৌশল হাতে নিয়েছে। ইসরায়েলি হামলায় নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে এবং ফিলিস্তিনিদের স্বাস্থ্য সেবা প্রদানে যে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করে সেটি ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

বর্তমানে এ সংস্থার প্রকাশিত তথ্যের মাধ্যমে বিশ্বের সকল গণমাধ্যম ও জনগণ জানতে পারে যে বর্বর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কতজন মানুষ প্রাণ হারালেন। ইসরায়েলের সামরিক স্বেচ্চাচারিতা আর মানবাধিকার লঙ্ঘনের খবরও বিশ্ববাসী জানতে পারে এ সংস্থার মাধ্যমে।

গাজার সরকারি স্বাস্থ্যখাত ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। কিন্তু মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের ভাষ্যে বলতে চায় যে এটা ফিলিস্তিনি সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত স্বাস্থ্যখাত। এর মাধ্যমে তারা গাজার সকল হাসপাতালগুলোতে আক্রমণ করার বৈধতা দিচ্ছে অভিশপ্ত ইসরায়েলকে। কারণ ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো মসজিদুল হারাম ও শেখ জাররাহ বসতিতে ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদ করে।

তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার হলে বা সেখানকার ফিলিস্তিনি ভূমি দখল করা হলে তার প্রতিবাদ করে। একারণে পশ্চিমা গণমাধ্যমগুলো এমনভাবে প্রচারণা চালায় যেন এ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো সন্ত্রাসী সংগঠন এবং তাদের কাজই হলো ইসরায়েলে বিনা কারণে রকেট হামলা চালানো।

পশ্চিমা গণমাধ্যমগুলোর মতে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তাই ইসরায়েল ফিলিস্তিন নিয়ন্ত্রিত গাজার হাসপতাল আর আবাসিক এলাকায় হামলা চালাতেই পারে।

অথচ ইসরায়েল কর্তৃক চলমান অবৈধ অবরোধ ও ফিলিস্তিনিদের ভূমি দখলই হলো বর্তমান সঙ্ঘাতের মূল কারণ। এটা তারা প্রচার করে না। বছরের পর বছর ধরে ফিলিস্তিনি রাষ্ট্রকে অবৈধভাবে দখল ও আগ্রাসনের ব্যাপারে কিছুই বলে না। ইসরায়েল কর্তৃক অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করার বিষয়েও তারা কোনো কিছু বলে না। এখন তারা ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম বদলিয়ে জঙ্গি কর্তৃক চালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণলায় বলে প্রচার চালাতে চায়। যার উদ্যেশ্য হলো গাজার হাসপাতালগুলোর ওপর ইসরায়েলি হামলাকে জায়েজ করা। যদিও ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ই এ হাসপাতালগুলোকে পরিচালনা করে থাকে।

এ বিষয়ে আল-জাজিরা প্লাসের উপস্থাপক দিনা তাকরুরি বলেন, ‘পশ্চিমাদের এমন প্রচারণা গাজার চিকিৎসা খাতের অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে এক ধরনের বৈধতা দিচ্ছে।’

এ ছাড়া তিনি মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের অভ্যন্তরীণ এক নির্দেশনার ছবিও তার টুইটারে শেয়ার করেন। যেখানে সিএনএন তাদের সংবাদকর্মীদের নির্দেশ দিচ্ছে যে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ফিলিস্তিনের সন্ত্রাসী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলে অভিহিত করতে। এ নির্দেশনায় আরো বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা বলার সময় ও যেন তারা বলে যে এ তথ্যগুলো সন্ত্রাসী নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে। এসব নির্দেশনাগুলো দেন সিএনএনের ইসরায়েলি (জেরুসালেম) ব্যুরো চিফ এন্ড্রু ক্রে।

এ বিষয়ে দিনা তাকরুরি আরো বলেন, ‘এ মার্কিন সংবাদ মাধ্যমটি (সিএনএন) ইসরায়েলি ষড়যন্ত্র অনুসারে চলছে।

সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা দখলের ইচ্ছা প্রকাশ নেতানিয়াহুর
পরবর্তী নিবন্ধখুনের পর আউয়ালকে ফোন, ‘স্যার, ফিনিশ’