গাজা দখলের ইচ্ছা প্রকাশ নেতানিয়াহুর

0
1686
গাজা দখলের ইচ্ছা প্রকাশ নেতানিয়াহুর

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলের বিমান বাহিনী। এদিকে ভয়াবহ বিমান হামলার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের বিষয়টি সামনে এনেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় বুধবার তেল আবিবে বিদেশি রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে সে এমন কিছু মন্তব্য করেছে তাতে স্পষ্ট যে গাজা দখলের ইচ্ছা নেতানিয়াহুর রয়েছে।

এ সময় গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে অভিশপ্ত নেতানিয়াহু বলে, তাদেরকে হয় দখল করতে হবে, এই পরিকল্পনা সবসময় রয়েছে। অথবা তাদের বাধা দিতে হবে। এই মুহূর্তে আমরা তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা সৃষ্টি করছি। কিন্তু আমি কোনও কিছুরই সম্ভাবনা বাদ দিচ্ছি না।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার এগারোতম দিনে এখন পর্যন্ত অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জন নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | প্রাদেশিক রাজধানী দৌওলত-শাহ জেলা কেন্দ্র দখলে নিয়েছে তালিবান
পরবর্তী নিবন্ধগাজায় হাসপাতালের ওপর ইসরায়েলি হামলা বৈধ করতে সিএনএনের প্রোপাগান্ডা