ভারত | মালাউন পুলিশি নির্যাতনে মুসলিম সবজি বিক্রেতা নিহত

0
1005
ভারত | মালাউন পুলিশি নির্যাতনে মুসলিম সবজি বিক্রেতা নিহত

উত্তর প্রদেশের উন্নাও জেলার বাঙ্গারমাউ শহরে রাজ্য পুলিশের নির্যাতনে এক মুসলিম যুবক মারা গেছেন। পুলিশ তার বিরুদ্ধে কথিত কোভিড ১৯ এর স্বাস্থবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

স্থানীয় মিডিয়া সূত্রে জানা যায়, গত ২১ মে শুক্রবার, ফয়সাল হোসেনকে (১৮) কথিত কোভিড ১৯ এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে সবজি বিক্রি করায় রাজ্য পুলিশ বেদম পেটায়।

পুলিশের নির্দয় পিটুনিতে সংকটাপন্ন ফয়সালকে হাসপাতালে নেয়া হয়েছিল৷ কিন্তু শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ফয়সাল চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান।

মৃত ফয়সালের এক আত্মীয় অভিযুক্ত তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

ফয়সালের চাচাতো ভাই সালমান সাংবাদিকদের জানান,”…বাজার থেকে ফয়সালকে তুলে নিয়ে পুলিশ থানায় নির্মমভাবে পেটায়। তারপর তারা মুমূর্ষু অবস্থায় ফয়সালকে হাসপাতালে ফেলে পালিয়ে যায়।…”

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ১৯টি প্রাদেশিক রাজধানী ঘিরে ফেলেছে তালিবান
পরবর্তী নিবন্ধকেনিয়া | শাবাব মুজাহিদদের হামলায় ১৩ ক্রুসেডার নিহত, আহত অনেক