খোরাসান | ৪৪২১টি অভাবী পরিবারকে খাদ্য সহায়তা দিল তালিবান

0
799
খোরাসান | ৪৪২১টি অভাবী পরিবারকে খাদ্য সহায়তা দিল তালিবান

আফগানিস্তানের ময়দানের ওয়ার্দাকের ৪৪২১ টি অভাবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন তালিবান সরকার।

তালিবানরা মধ্য ময়দানে ওয়ার্দাক প্রদেশের সৈয়দাবাদ জেলায় শত শত দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। গত বৃহস্পতিবার একজন তালিবান কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তালিবানের অফিসিয়াল ওয়েবসাইট আল-ইমারা জানিয়েছে, প্রদেশটির সায়দাবাদ জেলার শেখাবাদ, টঙ্গী, ওনখি এবং শানিজ উপত্যকার ৪৪২১ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।

তালিবানরা জানিয়েছে যে, খাদ্য সহায়তার এই প্রক্রিয়াটি প্রদেশটির সকল জেলা এবং তার আশেপাশের অঞ্চলে প্রসারিত হবে, এই তালিকায় আরো হাজার হাজার অভাবী পরিবার প্রয়োজনীয় সহায়তা পাবেন।

এটি লক্ষ করা উচিত যে, তালিবানরা ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র ও অভাবী পরিবারগুলির মাঝে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসদলবলে মাসজিদুল আক্বসায় প্রবেশ করলো অভিশপ্ত ইহুদীরা
পরবর্তী নিবন্ধমালি | মুজাহিদিন কর্তৃক সামরিক ঘাঁটি বিজয়, হতাহত অনেক সৈন্য, প্রচুর গণিমত লাভ