ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে জাকারিয়া হামায়েল (২৮) নামে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
দেশটির গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল জানায়, ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ মিছিলে শুক্রবার ইসরায়েলি সেনাদের বেপরোয়া গুলিবর্ষণে ওই তরুণ প্রাণ হারান।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাবলুসের কাছে বেইতা গ্রামে বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে জাকারিয়া নিহত হন।
তারা আরও জানান, এ সময় আরও ১০ ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে গুরুতর আহত হয়েছেন।