“বাবরের যুগের আগে সবাই হিন্দু ছিল” : আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী

সাইফুল ইসলাম

2
2182
“বাবরের যুগের আগে সবাই হিন্দু ছিল” : আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী

বাবরের যুগের আগে ভারতের সবাই হিন্দু ছিল বলে মন্তব্য করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। ২রা ডিসেম্বর বৃহস্পতিবার মুসলিমবিরোধী বিল সিএএ নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করে ঐ উগ্র হিন্দু সন্ত্রাসী।

সংবাদমাধ্যম ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের বরাতে জানা যায়, হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বলেছে, “ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। যদি ভারতের বাহিরে কোনো হিন্দু সমস্যায় থাকেন, তবে এই দেশে তাকে স্বাগতম। ভারত সকল হিন্দুর গোড়া। বাবরের যুগের আগে সবাই হিন্দু ছিল।”

এছাড়া মুসলিমদের মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণকে সে পুরাতন মন্দিরের সংস্কার হিসেবে উপস্থাপন করার চেষ্টাও করেছে।

এর আগে এই উগ্র হিন্দুত্ববাদী নেতা মাদরাসা বন্ধ করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিল; সরকারি খরচে চলা মাদরাসাগুলো ইতোমধ্যে বন্ধও করে দিয়েছে সে। তার দাবি, – ‘ভারত হিন্দুদের দেশ। এদেশে সব মাদরাসা বন্ধ করে দেওয়া উচিত।’

এই উগ্র হিন্দুত্ববাদী নেতা বিকৃত ইতিহাস এবং সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দেওয়ার বিজেপি’র মিশন বাস্তবায়ন করছে। কিছুদিন আগেই তার প্রত্যক্ষ নির্দেশেই আসামের ধলপুরে মুসলিমদের ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যেখানে গুলি করে ও পিটিয়ে মারা হয়, নিখোঁজ করা হয় অনেক মুসলিমকে।

মুসলিমদের দেশছাড়া করতেই হেমন্তরা এই ধরনের অপকর্ম করে যাচ্ছে বলে মনে করেন সচেতন মুসলিমরা।

তথ্যসূত্র:
—-
১। All Indians were Hindu before Babur’s era, says Assam CM; wants to shut down all madrasas in state –
https://bit.ly/3of8UMp

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রীর প্রথম ভাষণের সারসংক্ষেপ
পরবর্তী নিবন্ধএবার আফ্রিকার দেশ বেনিনে আল-কায়েদার হামলা, নিহত ৪ সেনা