হিজাব নিয়ে হিন্দুত্ববাদী গুন্ডারা একেরপর এক ঘটনা ঘটিয়ে চলছে। হিজাব ইস্যুতে হিন্দুত্ববাদীরা সরাসরি মুসলিম নারীদের আত্বমর্যাদায় আঘাত করছে।
এমনকি যারা হিজাবের পক্ষ নিবে, তাদেরকেও হত্যা করার আহ্বান জানাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। হিজাব পরিহিত মুসলিম বোনদের দেখলেই হামলার জন্য তেড়ে আসছে হিন্দুত্ববাদীরা।
গত মঙ্গলবার (০৮/০৩/২২) হিন্দুত্ববাদী গুণ্ডারা অনুমতি ছাড়াই চিকমঙ্গলুরের মুগতাহাল্লিতে একটি সরকারি কলেজে প্রবেশ করে এবং হিজাব পরিহিত ছাত্রীদেরকে তাদের মাথার স্কার্ফ সরিয়ে কলেজ ছেড়ে যেতে বাধ্য করে।
হিন্দুত্ববাদী গুন্ডা মধু এবং তার ভাই মনোহর, স্থানীয় পঞ্চায়েত সদস্য- যারা মুসলিম ছাত্রীদের কলেজ কর্মীদের উপস্থিতিতে তাদের হিজাব অপসারণে অসম্মতি জানালে এক পর্যায়ে জোরপূর্বক হিজাব খুলে তাদেরকে প্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য করে।
অসহায় মুসলিম বোনদের সাহায্যের জন্য কোন শিক্ষক পর্যন্ত এগিয়ে আসে নি।
স্কুল কর্তৃপক্ষ কুখ্যাত গুন্ডাদের অশান্তি সৃষ্টি করা এবং কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা থেকে বিরত রাখতে সামান্য কিছুও করেনি। তারা এমনকি তাদের বিরুদ্ধে কোন অভিযোগও করেনি।
গুন্ডারা মুসলিম ছাত্রীদের অনুরোধে কোন কর্ণপাত করেনি- যারা তাদের পড়াশোনা নষ্ট না করার জন্য অনুরোধ করেছিল। কেননা প্রস্তুতিমূলক পরীক্ষাগুলি এক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একজন সাহসী ছাত্র গুন্ডাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের গুন্ডামি নিয়ে প্রশ্ন করে, তখন উগ্র হিন্দু মনোহর তাকেও হুমকি দেয়।
এভাবেই ভারতে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে মুসলিম গণহত্যার ক্ষেত্র; বিশ্লেষকরাও মনে করেন, ভারতে এভাবে প্রেক্ষাপট তৈরি করেই উগ্র হিন্দুরা মুসলিমদের উপর চূড়ান্ত গণহত্যা কায়েম করবে।
তথ্যসূত্র:
——–
1. Karnataka: Hindutva goons force hijab-clad students to leave college
https://tinyurl.com/ymvfe9va
Inna Lillah
Inna lilAllah