‘পশ্চিমাদের ইসলাম বিরোধী প্রস্তাব মানা হবে না’- সাফ জানিয়ে দিলেন তালিবান

মাহমুদ উল্লাহ

4
1622

আল্লাহ তায়ালার অশেষ রহমতে জালেমদের হাত থেকে আফগান ভূমি মুক্ত করেছেন তালেবান মুজাহিদিন। পশ্চিমারা আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেলেও কূটনৈতিভাবে তালেবানের উপর চাপ সৃষ্টি করে রাখতে চায়। তাদের রিজার্ভ আটকে দিয়ে আফগানে কৃত্রিম সংকট তৈরী করেছে। নানা অজুহাত তুলে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে আফগান জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তারা জনগণকে তালেবানের উপর ক্ষিপ্ত করে স্বার্থ হাসিল করতে চায়। অনৈসলামিক বিভিন্ন বিষয় চাপিয়ে দিতে চায়।

কিন্তু ইসলামি আমিরাত অফ আফগানিস্তানের বিরুদ্ধে আরোপিত নানা ধরনের অহেতুক পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন তালিবানের নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রী খালিদ হানাফি হাফিজাহুল্লাহ। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত আফগানিস্তান। তবে যদি তাদের প্রস্তাবগুলো ইসলামের বিরুদ্ধে হয়, তবে সেগুলো গ্রহণযোগ্য হবে না।

আফগানিস্তানের গজনি প্রদেশ পরিদর্শনের সময় খালিদ হানাফি আরও বলেন, “আমরা আমাদের আইন বাস্তবায়নে শুধু আল্লাহ তাআলা, রাসুল মুহাম্মদ ﷺ, খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের অনুসরণ করি। আমরা ইসলামের পরিপন্থী কোনও কিছু গ্রহণ করি না।” খালিদ হানাফি হাফিজাহুল্লাহ সরকারি কর্মচারীদেরকে শরিয়তের বিধান অনুযায়ী অফিসে তাদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রদেশ–জেলা এবং মন্ত্রকে থাকা সকল কর্মীর উপস্থিতি নিশ্চিত করা উচিত তাদের ইসলামি মূল্যবোধ ও বিধান অনুযায়ী। এ সময় তিনি আরও বলেন, ইসলামি আমিরাত ক্ষমতায় আসার পর আফগান নারীরা শতভাগ হিজাব পরিধান করছেন।

এদিকে গজনির প্রাদেশিক গভর্নর মৌলভি মুহাম্মদ ইসহাক আখুন্দজাদা ইসলামি আমিরাতের জনগণকে সম্মান করার জন্য দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা বিভিন্ন চেকপোস্টে দাঁড়িয়ে আছেন বা জেলা অফিসসহ অন্যান্য বিভাগে দায়িত্বরত, তাদের উচিত জনগণের সমস্যার সমাধান করা।


তথ্যসূত্র:
——–
1. the-taliban-refused-to-accept-the-anti-islam-proposal
https://tinyurl.com/2p8wkp3e

4 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৈদেশিক মুদ্রার রিজার্ভে টান : খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধতীর্থ-যাত্রায় ধর্ম অবমাননা : নবীজি ﷺ ও মইনুদ্দিন চিশতী (রহ.)-কে গালি