ফের দখলদার ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

ইউসুফ আল-হাসান

1
428
নিহত ফিলিস্তিনি রাফাত আলি ইসা। ছবি: কুদস নিউজ নেটওয়ার্ক।

ফিলিস্তিনে অভিশপ্ত ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর আরও এক ফিলিস্তিনিকে খুন করেছে দখলদার সন্ত্রাসী বাহিনী।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অধিকৃত ফিলিস্তিনের জেনিন শহরে এ ঘটনা ঘটে। রাফাত আলি ইসা নামের ২৯ বছর বয়সী এ ফিলিস্তিনিকে প্রথমে পায়ে গুলি করে দখলদার সেনারা। গুলিতে গুরুতর আহত হলেও চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে গ্রেফতার করে স্থানীয় সেনা কেম্পে নিয়ে যায় বর্বর সেনারা।

সন্তানের লাশের পাশে ফিলিস্তিনি পিতা। ছবি: টুইটার।

সেখানে ইসার অবস্থা আরও অবনতি হলে রেড ক্রিসেন্ট এর কাছে হস্তান্তর করে অভিশপ্ত ইহুদি সেনারা। রেড ক্রিসেন্ট সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

শুধুমাত্র চলতি মাসেই ইসা সহ মোট ৮ জন ফিলিস্তিনি মুসলিমকে খুন করেছে দখলদার ইসরাইলি সেনারা। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই দখলদারদের অবৈধ গ্রেফতার অভিযানের সময় সেনাদের গুলিতে খুন হয়।

এছাড়াও পশ্চিম তীরের নাবলুসে সন্ত্রাসী ইসরাইলি সেনাদের ছোঁড়া বিস্ফোরকে এক ফিলিস্তিনি কিশোর গুরুতর আহত হয়েছেন।

আহত ফিলিস্তিনি কিশোর। ছবি: টুইটার। 

২০২২ সালের শুরু থেকে নভেম্বরের ১২ তারিখ পর্যন্ত কমপক্ষে ২০০ ফিলিস্তিনি মুসলিম সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর হাতে খুন হয়েছেন। দখলদার অভিশপ্ত ইসরাইলিদের উপযুক্ত জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না বিধায়, ফিলিস্তিনি মুসলিমদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। অথচ একজন ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করলেও তাকে সন্ত্রাসী তকমা লাগিয়ে মুখরোচকভাবে প্রচার করে পশ্চিমা বিশ্ব ও তাদের দালাল মিডিয়াগুলো।

পুরো বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ না হলে, ফিলিস্তিনি মুসলিমদেরকে প্রকৃত অর্থেই স্বাধীন করা সম্ভব নয়; বাইতুল মুকাদ্দাস বিজয় আরও দূরের বিষয়। তাই, সকল মুসলিমের উচিৎ স্বার্থ ও ভেদাভেদ ভুলে সীসা ঢালা প্রাচীরের মতো এক উম্মাহ হয়ে যাওয়া।


তথ্যসূত্র:

১। Israeli forces shoot, kill Palestinian near apartheid wall – https://tinyurl.com/2sfxhffv 

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামের মাদ্রাসাগুলোতে নজরদারি বৃদ্ধি; শিক্ষকদের বিবরণ জমা দেওয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || আশ-শাবাবের বরকতময় অভিযানের হৃদয় জুড়ানো দৃশ্য