বছর ঘুরে আবারও দরজায় কাড়া নাড়ছে পবিত্র মাহে রমাদান। আর পবিত্র এই মাসকে স্বাগত জানাতে বিভিন্ন দাওয়াতি কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন।
ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ পুলিশ ইউনিটগুলো গত ২৯ শাবান থেকে রাজধানী কাবুল জুড়ে দুর্দান্ত দাওয়াতি ক্যাম্পেইন শুরু করেছেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে তাঁরা জনগণের সামনে রমাদানের ফজিলত, বরকত ও গুরুত্ব তুলে ধরছেন। সেই সাথে ক্যাম্পেইন শেষে হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে রমাদানের ফাজায়েল ও মাসায়েল সম্পর্কিত চিত্তাকর্ষক সব লিফলেট ও ছোট ছোট পুস্তিকা।
আর এই ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী শিশু ও কিশোরদের জন্যও রয়েছে চমৎকার সব উপহার।
আসসালামু আলাইকুম ভাই একটা আবদার।
রমাদান মাস উপলক্ষে প্রতিদিন এক জন করে বিখ্যাত সাহাবীর সংক্ষিপ্ত জীবনী পড়তে চাই এই আল-ফিরদাউসে।
জাজাকুমুল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে মহান রব আমাদের আবারও একটা ইমারাহ দান করেছেন