ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩০ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
320

• বৃহস্পতিবার সপ্তম বারের মতো বন্দী মুক্তি দিয়েছে হামাস এবং ইসরায়েল। হামাস গাজায় ৮ ইসরায়েলীকে মুক্তি দিয়েছেন, আর ইসরায়েল ৩০ জন ফিলিস্তিনীকে মুক্তি দিয়েছে।

• এক ইসরায়েলী নারী বন্দী মুক্তি পাওয়ার পর আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণের প্রশংসা করেছে। সে বলেছে, লোকগুলো ভালো ছিল, সবকিছুই ভালো ছিল।

• যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় সকাল ৭টায় শেষ হবে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রচেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

• যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় হামলা পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে।

• গাজায় পুনরায় যুদ্ধ শুরু করলে সামরিক অপারেশন শুরু করবে বলে সতর্ক করেছে ইয়েমেনের হুথিরা।

• পশ্চিম জেরুজালেমের বাস স্টেশনে সন্ত্রাসবাদী দখলদার ইহুদিদের উপর হামলা চালিয়েছে দুই জন বীর ফিলিস্তিনী যোদ্ধা। তারা আল কাসসাম ব্রিগেডের মুজাহিদ ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস। এই হামলায় ৪ দখলদার নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৬ জন। হামলাকারী দুজন মুজাহিদও দখলদার বাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেছেন।
এসময় ভুলভাবে এলোপাথাড়ি গুলি চালিয়ে এক ইসরায়েলীকেই হত্যা করেছে ইসরায়েলী দখলদার বাহিনী।

• পশ্চিম তীরের তুবাসে গত পরশু বুধবার সন্ত্রাসী ইসরায়েলী বাহিনীর গুলিতে আহত এক ফিলিস্তিনী বৃহস্পতিবার মারা গেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমেরিকায় তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি
পরবর্তী নিবন্ধআমু দরিয়া নদী অববাহিকায় আটটি নতুন তৈলকূপ উদ্বোধন