চকলেট দিয়ে শিশুদের ধর্মান্তরকরণের চেষ্টার অভিযোগে মুসলিম শিক্ষককে হেনস্থা!

- মাহমুদ উল্লাহ্‌

0
230

গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহারে একজন মুসলিম শিক্ষককে হেনস্থা করেছে গৌড় সিদ্ধার্থম সোসাইটির বাসিন্দারা। তিনি চকলেট বিতরণ করে হিন্দু শিশুদের ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন – এই অভিযোগের প্রেক্ষিতে তাকে হেনস্থা করে এবং বিজয়নগর পুলিশের কাছে তুলে দেয় হিন্দু বাসিন্দারা।

গত ১৫ অক্টোবর গৌড় সিদ্ধার্থম সোসাইটির এক মহিলা দাবি করে যে, সোসাইটির জি-ব্লকের দ্বিতীয় তলায় টিউশনি করতে এসে ঐ মুসলিম শিক্ষক তার ছেলেকে প্রণোদনা হিসেবে চকলেট দিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে বলেছে। আর শিশুটিই বাড়িতে পৌঁছে তার আত্মীয়দের কাছে এ কথা জানিয়েছে বলে দাবি করে তারা।

তবে অভিযোগের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রথমত, অল্প বয়স্ক এক শিশু এই অভিযোগ করেছে।
আর দ্বিতীয়ত, এগুলোর পিছনে কলকাঠি নাড়ছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারা একটি মুসলিম বিদ্বেষী ইস্যু তৈরি করে তাদের পরবর্তী কর্মসূচী এবং আগত ইলেকশনের জন্য ঘটনাটিকে কাজে লাগাতে চচ্ছে। আর এসব কারণেই- একজন শিক্ষকের তার ছাত্রকে আদর করে চকলেট দেওয়ার ঘটনাকে ধর্মান্তরিতকরণের ইস্যু বানিয়ে প্রচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে ইউপিতে গত ৫ ডিসেম্বর হিন্দু ছাত্রের হিন্দুয়ানি অভিবাদনের জবাব না দেওয়ায় একজন মুসলিম শিক্ষককে স্কুল থেকে বরখাস্ত করার ঘটনা ঘটেছে।

উত্তরপ্রদেশের স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্র তার শিক্ষক মুহাম্মাদ আদনানকে হিন্দু রীতি অনুযায়ী ‘রাম রাম’ বলে অভিবাদন জানায়। একজন মুসলিম হিসেবে আদনান সাহেব এমন হিন্দুয়ানি অভিবাদনের জবাব না দিয়ে চুপ থাকেন।

হিন্দু ছাত্ররা এবিষয়টি হিন্দুত্ববাদীদেরকে জানানোর পরে উগ্র হিন্দুত্ববাদীরা ঐ স্কুল প্রাঙ্গণের বাইরে বিক্ষোভ শুরু করে এবং হনুমান চালিসা পাঠ করা শুরু করে। এই সামান্য অভিবাদন জানানোর বিষয়টিকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীরা পরিস্থিতি খুবই উত্তপ্ত করে তুলে। আর এই কারণ দেখিয়ে স্কুলের অধ্যক্ষ গত ৫ ডিসেম্বর মোহাম্মদ আদনানকে তার পদ থেকে বরখাস্ত করে।

ঘটনার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ বলেছে, “উভয় সম্প্রদায়ের ছেলেমেয়েরা গত ৩০ বছর ধরে আমাদের স্কুলে অধ্যয়ন করেছে। আমরা আগে কখনও এমন অভিযোগের মুখোমুখি হইনি। তবে আমরা মোহাম্মদ আদনানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি এবং প্রশাসন এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।” হিন্দুত্ববাদীরা মুসলিমদেরকে কোনঠাসা করতে হেন কোন চেষ্টা বাকি রাখছে না। তারা সর্বসময় মুসলিমদের বিরুদ্ধে যেকোন অজুহাত তালাশ করে তার ভিত্তিতে ইসলাম ও মুসলিম বিদ্বেষ উস্কে দিচ্ছে। এভাবে ধীরে ধীরে গোটা ভারতকে তারা এক অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে।



তথ্যসূত্র:

1. Ghaziabad: Muslim Teacher Heckled for ‘Using Chocolates to Convert Hindu Children’
https://tinyurl.com/bd6ckn25
2. UP: Muslim Teacher Dismissed in Hathras for Not Responding To ‘Ram Ram’ Greeting
http://tinyurl.com/swkfz2vf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২১শে ডিসেম্বর, ২০২৩
পরবর্তী নিবন্ধভারতে দুই হিন্দুত্ববাদীর মুসলিমবিদ্বেষী বক্তব্য ভাইরাল