আফগানিস্তানে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া আরও ১৬টি ক্ষতিগ্রস্ত সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়ার আর্মি কোরের দক্ষ প্রকৌশলীগণ। গত ২৮ এপ্রিল আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, আযম-২১৫ আর্মি কোরের পেশাদার প্রকৌশলী এবং প্রযুক্তিবিদরা এই সামরিক যানগুলি সফলভাবে মেরামত করেছেন।
মেরামত করা এই যানবাহনগুলির মধ্যে রয়েছে- ১০টি হামভি ট্যাংক, ৩টি আন্তর্জাতিক মানসম্পন্ন সামরিক যান এবং ৩টি অ্যাম্বুলেন্স। এগুলো এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইমারতে ইসলামিয়া প্রশাসন দেশটির স্বাধীনতা অর্জনের পর থেকেই ক্ষতিগ্রস্ত সামরিক যান ও অন্যান্য অস্ত্র মেরামত করা শুরু করেছিল। সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়া ও প্রজুক্তিতে এ পর্যন্ত অসংখ্য সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া, যে প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
ইমারতে ইসলামিয়া সরকারের এই ধরনের সফলতা একদিকে যেমন দেশটির সামরিক বাহিনীর উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, অপর দিকে এ কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে নিত্য নতুন সামরিক সরঞ্জাম আবিষ্কারের পথ সুগম করবে বলা আশা করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/25tjjx6y
– ترمیم انواع وسایط مختلف النوع در قول اردوی ۲۱۵ عزم