আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে পান্না পাথর বিক্রয়ের ২য় নিলাম অনুষ্ঠিত

0
194

প্রাকৃতিক মহামূল্যবান একটি খনিজ পাথর হল পান্না। আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে রয়েছে মূল্যবান এই পাথরের খনি। ইমারতে ইসলামিয়া সরকারের তত্ত্বাবধানে এই সকল খনি থেকে ইতোমধ্যেই পান্না উত্তোলন শুরু করেছেন সংশ্লিষ্ট শ্রমিকগণ।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছর প্রদেশটিতে মূল্যবান পান্না পাথর বিক্রয়ের ২য় নিলাম আনুষ্ঠানিকভাবে আহ্বান করা হয়েছে। এতে ১০০ জনেরও অধিক দেশী ও বিদেশি ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। ব্যবসায়ীগণ ছাড়াও উক্ত নিলাম আহ্বান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঞ্জশির প্রদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রধান ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ। এছাড়া সংশ্লিষ্ট শ্রমিক ও মিডিয়া প্রতিনিধিগণও এতে উপস্থিত ছিলেন। এই নিলাম প্রক্রিয়ায় ২,৬৯৩ ক্যারেট পান্না পাথর বিক্রয় করা হয়েছে। বিক্রিত পান্নার সর্বমোট মূল্য ২ লক্ষ ৪ হাজার ৯০০ মার্কিন ডলার।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকার বিক্রিত পান্নার কেবল ১০ শতাংশ শেয়ার গ্রহণ করবে। অবশিষ্ট ৯০ শতাংশ শেয়ারের অংশীদার সংশ্লিষ্ট খনি শ্রমিকগণ, যারা মূলত সেখানকার স্থানীয় বাসিন্দা। পাঞ্জশির প্রদেশে বসবাসকারী অনেক ব্যক্তিই পান্না পাথর উত্তোলন কাজের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।


তথ্যসূত্র:
1. Panjshir Province Hosts Second Emerald Auction of the Year
https://tinyurl.com/mwm632au

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১ মে, ২০২৪
পরবর্তী নিবন্ধগাজায় ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ