ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় জাতিসংঘের ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (UNRWA) ১৮২ জন কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
৩০ এপ্রিল, মঙ্গলবার, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন যে, “গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে সংস্থার প্রায় ১৮২জন কর্মচারীকে হত্যা করা হয়েছে। আমাদের সহকর্মীদের নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ এবং ইউএনআরডব্লিউএর জন্য প্রতিটি দিন একটি অন্ধকার দিন হয়ে উঠছে।“
গাজায় ইসরাইলি সামরিক হামলা এজেন্সির ১৬০টি স্থাপনাকেও ক্ষতিগ্রস্ত করেছে। ইসরাইলি সেনারা ভবনের ভেতর আশ্রয় নেওয়া মোট ৪০০ জনকে হত্যা করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
নতুন অনুদান ঘোষণার সময় তিনি বলেন যে, বেশিরভাগ দাতা দেশ সংস্থার জন্য তাদের তহবিল পুনরায় শুরু করেছে। তিনি আগামী আগস্ট পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, এই মাসে খাদ্য সরবরাহ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট না।
তথ্যসূত্র:
1. 182 UNRWA staff have been killed since start of Israeli aggression on October 7, says official
– https://tinyurl.com/2e8ryjtw