ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৬ মে, ২০২৪

0
90

উত্তর গাজার হাজার হাজার মানুষ এখন পানি ও খাদ্য থেকে বঞ্চিত। তাদের কাছে পানি বা খাদ্য পৌঁছানো যাচ্ছে না।

জায়োনিস্ট দখলদার ইসরায়েল দক্ষিণ রাফায় স্থল আগ্রাসন বিস্তৃত করার জন্য আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। লাখ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছিলেন। এজন্য আন্তর্জাতিকভাবে রাফায় হামলা না চালানোর জন্য ইসরায়েলকে বলা হয়েছিল। কিন্তু দখলদার ইসরায়েল কারও কথায় পাত্তা না দিয়ে রাফায় স্থল আগ্রাসন শুরু করেছে। জায়োনিস্ট বাহিনীর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত বহু মানুষ রাফায় নিহত হয়েছেন এবং আরও কয়েক লক্ষ মানুষ রাফা ত্যাগ করেছেন।

গত এক সপ্তাহে প্রায় ৬ লাখ মানুষ রাফা ত্যাগ করেছেন। আরও ১ লাখ ফিলিস্তিনি উত্তর গাজা ত্যাগ করেছেন।

দখলদার ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৩৫,২৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল কাসসাম মুজাহিদরা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পের ব্লক-২ এলাকায় দখলদার বাহিনীর একটি সৈন্যবাহী গাড়ী লক্ষ্য করে ইয়াসিন ১০৫ মিসাইল দিয়ে হামলা চালিয়ে এর ভিতরে থাকা সৈন্যরা নিহত ও আহত করেছেন।

আল কাসসাম মুজাহিদরা জাবালিয়া ক্যাম্পে প্রবেশরত অবস্থায় একটি “মারকাভা- ৪” ট্যাঙ্ক শাওয়াজ নামক ডিভাইস দিয়ে ধ্বংস করেছেন। এতে ট্যাংকের ভেতরে থাকা দখলদার সৈন্যরা হতাহত হয়েছে।

রাফা শহরের উত্তরে আল মাশরু জংশন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর মারাকাভা ট্যাংক লক্ষ্য করে আল ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করেছেন আল কাসসাম ব্রিগেড।

আল কাসসাম মুজাহিদরা জাবালিয়া শহরের পূর্ব দিকে আগ্রাসী দখলদার বাহিনীর পিছনের সারিতে আক্রমণ করে একটি “তানডুম” শেল এবং একটি গেরিলা অ্যাকশন ডিভাইস দিয়ে দুটি “ডি৯” বুলডোজারে হামলা করেছেন।

গাজা উপত্যকার পূর্ব জাবালিয়া ক্যাম্প এলাকায় যুদ্ধ থেকে ফেরার পর মুজাহিদরা জানিয়েছেন, তারা দখলদার ইসরাইলের ৪ টি ডি৯ সামরিক বুলডোজার ও ১টি মারকাভা ট্যাংক আল ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করে উড়িয়ে দিয়েছেন।

পূর্ব রাফা শহরের আরদ আল শাওয়ি এলাকায় একটি বাড়িতে দখলদার ইসরাইলি সৈন্যকে স্নাইপিং করেছেন আল কাসসাম বিগ্ৰেডের একজন স্নাইপার।

দক্ষিণ গাজা উপত্যকায় পূর্ব রাফার আল তানুর এলাকায় দখলদার ইসরাইলের ডি৯ বুলডোজার লক্ষ্য করে আল ইয়াসিন-১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম বিগ্ৰেডের মুজাহিদরা ।

জাবালিয়া ক্যাম্পের আবু জায়তুন জংশন এলাকায় দখলদার জায়োনিস্ট বাহিনীকে লক্ষ্য করে আল কাসসাম বিগ্ৰেড এবং আল কুদস বিগ্ৰেড একটি যৌথ হামলা চালিয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন দখলদার সেনা আহত ও নিহত হয়েছে ।

আল কাসসাম বিগ্ৰেড এবং আল কুদস বিগ্ৰেড আরো একটি যৌথ অপারেশন চালিয়েছেন। এই হামলায় দখলদার ইসরাইলের মারকাভা ট্যাংক লক্ষ্য করে আল ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালান মুজাহিদগণ। এরপর সেখানে থাকা দখলদার ইসরাইলি পদাতিক বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হন। এই সংঘর্ষে দখলদার ইসরাইলি বাহিনীর বেশ কিছু সৈন্য নিহত ও আহত হয় ।

আল কাসসাম বিগ্ৰেড “কেরেম শেলম” এ দখলদার ইসরাইলের কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টারে শক্তিশালী রকেট দ্বারা হামলা চালিয়েছেন।

গাজা উপত্যকায় পূর্ব জাবালিয়া শহরে দুটি শক ডিভাইস দিয়ে ২টি মারকাভা-৪ ট্যাংক বিস্ফোরিত করেছেন।

গাজা উপত্যকায় পূর্ব জাবালিয়া শহরে দখলদার ইসরাইলি বাহিনীর ৩ টি “মারকাভা-৪” ট্যাংক লক্ষ্য করে আল ইয়াসিন -১০৫ শেল দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম বিগ্ৰেড ।

জাবালিয়া শহরের পূর্বে দখলদার ইসরাইলি বাহিনীর “মারকাভা-৪ ” ট্যাংক লক্ষ্য করে আল ইয়াসিন-১০৫ শেল দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম বিগ্ৰেড ।

গাজা উপত্যকায় জাবালিয়া শহরের পূর্বে দখলদার ইসরাইলি বাহিনীর “মারকাভা-৪ ” ট্যাংক লক্ষ্য করে আল ইয়াসিন-১০৫ শেল দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম বিগ্ৰেড ।

গাজা উপত্যকার উত্তর জাবালিয়া শহরে দখলদার ইসরাইলি বাহিনীর কমান্ড এবং অবজারভেশন সাইট লক্ষ্য করে মর্টার শেল দিয়ে হামলা চালিয়ে তা ধ্বংস করেছেন আল কাসসাম বিগ্ৰেড।

আল কাসসাম বিগ্ৰেড আল কুদস বিগ্ৰেডের সাথে একত্রিত হয়ে জাবালিয়া শহরের পূর্বদিকে মর্টার শেল দিয়ে গোলাবর্ষণ করেন ।

আল-কাসসাম ব্রিগেড মর্টার শেল দিয়ে জাবালিয়ার পূর্বে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীর একটি কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস করেছেন।

আল কাসসাম বিগ্ৰেড দখলদার জায়োনিস্ট বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ফোর্সকে প্রলুব্ধ করতে সক্ষম হন। এরপর শত্রু ষৈন্যরা আগমনের সাথে সাথে একটি এন্টি পার্সোনেল ডিভাইস বিস্ফোরিত করেন। গাজা উপত্যকায় পূর্ব রাফা শহরে জর্জ সড়কের একটি মসজিদের সামনে এই হামলাটি সংঘটিত হয়। এতে শত্রু বাহিনীর সৈন্যরা নিহত ও আহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও ১৭টি চেকড্যাম নির্মাণ কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়ার জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধজাবালিয়ার মৃত্যুফাঁদে আটকা ইসরায়েল: ৩ দিনে হতাহত ২৪০ জায়োনিস্ট সৈন্য