পাকতিকা প্রদেশে নাহারি সেতুর নির্মাণ কাজ শুরু, ২৫৬টি নালা খনন সম্পন্ন

0
93

পাকতিকা প্রদেশের ইয়াহিয়া খেল জেলায় নাহারি সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন প্রদেশটির গণপূর্ত বিভাগের কর্মকর্তাগণ। প্রস্তাবিত ডিজাইন অনুযায়ী সেতুটির দৈর্ঘ্য ৪০ মিটার ও উচ্চতা ৩.৫ মিটার। এটি নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৮০ হাজার ডলার। ২ মাসের মধ্যেই নির্মাণ কাজটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া উক্ত প্রদেশের বার্মাল জেলায় ১ হাজার মিটার দীর্ঘ রক্ষণাবেক্ষণ প্রাচীর নির্মাণ ও ২৫৬টি নালা খনন করছে ইমারতে ইসলামিয়া সরকার। সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে কাজগুলো পরিচালিত হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২৩ মিলিয়ন আফগানি।

উল্লেখ্য যে, সংশ্লিষ্ট নির্মাণ কাজসমূহ স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি প্রকল্প সম্পন্ন হলে এগুলোর সুফল ভোগ করে উপকৃত হবেন সেখানকার বাসিন্দাগণ।


তথ্যসূত্র:
1. Nahari Bridge Construction Kicks off in Paktika
https://tinyurl.com/3mzc494t
2. Projects worth 23 million AFN underway in Paktika
https://tinyurl.com/2xfu7mye

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৩ মে, ২০২৪
পরবর্তী নিবন্ধনাইজারে সেনা ঘাঁটিতে আল-কায়েদার দুঃসাহসী অভিযান: নিহত অন্তত ৪৩ জান্তা সেনা