একটি টানেলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি ইহুদিবাদী সেনারা; এতে বেশ কিছু সংখ্যক দখলদার সেনা আহত হয়েছে এবং আরো অনেককে আটক করা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
২৬ মে, রবিবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ আমলে না নিয়ে গাজার রাফা শহরে হামলা জোরদার করেছে দখলদার সেনারা।
শনিবারেও ইসরায়েলি স্থল ও বিমানবাহিনী রাফাতে ব্যাপক হামলা চালায়। রাফা ছাড়াও দেইর আল-বালাহ শহর, গাজা শহর, জাবালিয়া শরণার্থীশিবিরসহ গাজার অন্যান্য এলাকায়ও হামলা করছে।
পাল্টা জবাবি হামলাও অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। দুই সপ্তাহ ধরে জাবালিয়া, রাফা এবং বেইত হানুনে নেতানিয়াহুর সেনাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন রতিরোধ যোদ্ধারা
এর মধ্যে শেষটি ছিল উত্তর গাজায়। শনিবার বিকেলে একটি জটিল অভিযানে তারা জাবালিয়া ক্যাম্পের একটি সুড়ঙ্গে অতর্কিত আক্রমণ চালায়, আর এতে করে সুড়ঙ্গে আটকা পড়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয় এবং আরো কয়েকজনকে আটক করে স্বাধীনতাকামী যোদ্ধারা ।
তথ্যসূত্র:
1. Israel’s war on Gaza live news: Hamas claims capture of Israeli troops
– https://tinyurl.com/mr29u6r5