একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পরিবহন খাতের উন্নয়ন অনস্বীকার্য। তাই ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই এই খাতকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এই উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশসমূহের সাথে প্রয়োজনীয় সংলাপের অংশগ্রহণ করেছে, পাশাপাশি গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ একাধিক প্রকল্প।
খাইরখান-কোটাল সড়ক কাবুল শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটির দৈর্ঘ্য ৩৭১০ মিটার ও প্রস্থ ২৭ মিটার। গত বছর সড়ক নির্মাণ প্রকল্পটি শুরু হয়েছিল। এর পর থেকে বর্তমান পর্যন্ত এটির কাজে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে এটির ১ম অংশের কাজ সমাপ্ত হওয়ার পথে। সমাপ্ত পর্যায়ে সড়কের সংশ্লিষ্ট অংশে ৩য় ও চূড়ান্ত ঢালাই দেয়া হবে। এই গুরুত্বপূর্ণ কাজটি আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ফলে ১ম অংশের কাজ পুরোপুরি সমাপ্ত হবে ইনশাআল্লাহ।
এই প্রকল্পের সাথে ৭ হাজার ৮৫০ মিটার পয়ঃনিষ্কাশন নালা ও ১১ টি বাস স্টপেজ নির্মাণ অন্তর্ভুক্ত । এছাড়া আরও রয়েছে ব্রীজ, রক্ষণাবেক্ষণ প্রাচীর ও রাস্তা সংলগ্ন মনোরম ফুলের বাগান। এটির প্রকল্প ব্যয় ৩৭০ মিলিয়ন আফগানি। কাবুল পৌরসভার তত্ত্বাবধানে ও রাজস্ব বাজেটের অর্থায়নে এটি বাস্তবায়িত হচ্ছে।
আবার, কাবুল-কান্দাহার মহাসড়ক আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী গাড়ি এটির মধ্য দিয়ে চলাচল করে। বিগত ২০ বছরের যুদ্ধে এটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ইমারতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে।
সম্প্রতি গণপূর্ত মন্ত্রী আলহাজ্ব মোল্লা মুহাম্মদ ঈসা সানী ময়দান ওয়ারদাক প্রদেশ পরিদর্শন করেন। এই সময় তিনি কাবুল-কান্দাহার মহাসড়কের অবশিষ্ট ৪টি অংশের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
কিছু দিন আগেই অবশিষ্ট অংশগুলোর সংস্কাজ কাজ শুরু হয়েছে। পরিদর্শনকালে কাজের সর্বোচ্চ মান বজায় রাখা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা নিশ্চিত করতে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প ব্যবস্থাপক ও সুপারভাইজারদের নির্দেশনা প্রদান করেছেন সম্মানিত মন্ত্রী।
এছাড়া গত ২৯ এপ্রিল হেরাত-ঘোর সড়ক নির্মাণ প্রকল্প উদ্বোধন করেছেন অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।
ইমারতে ইসলামিয়া পুনপ্রতিষ্ঠার পর থেকে সড়ক সংস্কার কাজে বাস্তবিক অগ্রগতি সাধিত হয়েছে বলে জানান তিনি। উদাহরণ হিসেবে হেরাত-ঘোর সড়ক নির্মাণ প্রকল্প উদ্বোধনের প্রসঙ্গ তিনি তুলে ধরেন। এই সড়কপথটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হেরাত, ঘোর, বামিয়ান, দায়কুন্দি ও ময়দান ওয়ারদাক প্রদেশকে স্থল পরিবহনের মাধ্যমে কাবুল প্রদেশের সাথে সংযুক্ত করেছে।
এছাড়া এই পরিবহন পথটির সাথেই মূল্যবান লবণ ও মার্বেল খনিক্ষেত্র অবস্থিত। তাই এটির সমাপ্তি বাণিজ্যিক ও অভ্যন্তরীন পরিবহনে উল্লেখযোগ্য অবদান রাখবে।
উল্লেখ্য যে, উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উভয় প্রদেশের গভর্নর এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র:
1. Paving of final section of Khairkhana Kotal Road to complete soon
– https://tinyurl.com/mpst2b33
2. Reconstruction on Remaining Sections of Kabul-Kandahar Highway Commences
– https://tinyurl.com/3whk74h8
3. Deputy PM inaugurates the construction of Herat-Ghor Road.
– https://tinyurl.com/yeys54jy