• স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
• রাফায় আক্রমণ চালানো অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গতকাল স্বীকৃত একটি নিরাপদ আশ্রয়স্থলে হামলা চালিয়ে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল জায়োনিস্টরা।
• রাফার কুয়েতি স্পেশালটি হাসপাতালও জায়োনিস্ট হামলার কারণে বন্ধ হয়ে গেছে।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গাজায় ৭২৩ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
• দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৩৬,০৯৬ জন ফিলিস্তিনি।
• ফিলিস্তিনিদের প্রতি দখলীকৃত ফিলিস্তিনের সর্বত্র জায়োনিস্টদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন হামাস নেতৃত্ব। এছাড়াও, তাঁরা সমগ্র আরব ও ইসলামি বিশ্বের প্রতি জায়োনিস্ট বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
• জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রে খুলাফা আল-রাশিদিন মসজিদের পূর্বে এক জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর মেশিনগান দিয়ে হামলা চালিয়েছেন নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• বেথেলহামের পশ্চিমে হুসানের কাছে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক এবং পাথর দিয়ে জায়োনিস্টদের গাড়িতে হামলা চালিয়েছেন মুক্তিকামী ফিলিস্তিনি যুবকরা।
• জাবালিয়া ক্যাম্পে আগ্রাসন চালানো জায়োনিস্ট ট্যাংকে অ্যান্টি-আর্মর গোলা দিয়ে হামলা করেছেন মুজাহিদিন ব্রিগেড।
• নিতজানেই ওজ চেকপয়েন্টে একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কুদস ব্রিগেডের তুলকারেম শাখা। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• জেনিনের উত্তরে কাফর ড্যানে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িয়েছেন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।
• জাবালিয়া ক্যাম্পে আগ্রাসী জায়োনিস্ট একটি ট্যাংকে আরপিজি শেল দিয়ে হামলা করেছেন মুজাহিদিন ব্রিগেড।
• জায়োনিস্ট বাহিনীর গাড়ির বহরে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• উত্তর গাজার আল-কাসাইব পাড়ার পার্শ্ববর্তী একটি ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। এদের সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন আবু আলী মুস্তফা ব্রিগেডের যোদ্ধারা।
• গাজার মাগাঝি ক্যাম্পের পূর্বে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের দক্ষিণে নেতজারিম করিডোরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।
• দখলীকৃত আল-কুদস পুরাতন শহরের আল-খলিল গেটের কাছে এক জায়োনিস্ট পুলিশ অফিসারের উপর ছুরি নিয়ে হামলে পড়েছেন এক মুক্তিকামী ফিলিস্তিনি। এতে জায়োনিস্ট পুলিশ আহত হয়েছে। জায়োনিস্ট বাহিনী এরপর হামলাকারীকে গুলি করেছে।
• দক্ষিণ লেবানন থেকে মেতুল্লা দখলদার বসতিতে ট্যাংক-বিধ্বংসী গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জায়োনিস্ট মিডিয়া।