• রাফার পশ্চিমে স্বীকৃত একটি ‘সেফ জোন’-এ একটি তাবুতে হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে ১৩ জন নারীসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• মে মাসে রাফায় জায়োনিস্ট আগ্রাসন শুরু হওয়ার পর ১০ লক্ষাধিক ফিলিস্তিনি রাফা ছেড়েছেন।
• নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছে যে, তার প্রত্যাশা অন্তত ২০২৪ সালজুড়ে গাজায় যুদ্ধ চলবে!
• বাহরাইনে জায়োনিস্ট বাহিনীর সাথে সরকারের নরমালাইজেশনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জনগণ।
• দেইর আল-বালাহতে জায়োনিস্ট হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,১৭১ জন ফিলিস্তিনি।
• রাফা শহরের পূর্বে সাদ সায়েল ব্যারাকে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেড।
• নাবলুসের জাবালাত-তুরে একটি দখলদার পোস্টে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• ইনাব জায়োনিস্ট চেকপয়েন্টে তীব্র গুলিবর্ষণ করে জায়োনিস্ট সৈন্যদের হতাহত করেছেন আল-কুদুস ব্রিগেড।
• ২৪ ঘণ্টায় জায়োনিস্ট বাহিনীর উপর ৩টি হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড। জাবালিয়া ক্যাম্পে একটি জায়োনিস্ট ট্যাংকে আরপিজি শেল দিয়ে সরাসরি টার্গেট করেছেন। নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন। নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে আবার স্বল্প দূরত্বের রকেট হামলাও চালিয়েছেন।
• পশ্চিম তীরে আনাবতা শহরে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধ করেছেন এবং বিস্ফোরক দিয়ে জায়োনিস্টদের গাড়িতে হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• জাবালিয়া ক্যাম্পের সাদ মসজিদের কাছে একটি বাড়িতে জায়োনিস্ট বাহিনীর উপর দুর্গবিধ্বংসী গোলা দিয়ে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• নাবলুসের বালাতা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস নিয়ে তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• ২৪ ঘণ্টায় জায়োনিস্ট বাহিনী নিজেদের ১৩ সৈন্য আহত এবং ৩ সৈন্য নিহতের কথা স্বীকার করেছে।