রাজধানী কাবুলসহ দেশের ৬টি প্রদেশে আন্তর্জাতিক মানের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের ঘোষণা করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমিরের নির্দেশ মোতাবেক এই রপ্তানি জোন প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানান। এই উদ্দেশ্যে ইতোমধ্যেই জমি মালিকানা ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের ১৩টি প্রদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। রপ্তানি প্রক্রিয়া সহজতর করতে প্রদেশগুলোতে অফিস স্থাপন করেছে এই সরকার।
ইমারতে ইসলামিয়া সরকারের রপ্তানি সংশ্লিষ্ট অর্থনৈতিক নীতিসমূহ দেশের রপ্তানি বাণিজ্যকে আরও বর্ধিত করবে বলে আশ্বস্ত করেন মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ। কাঁচামালের পরিবর্তে প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করাকে অগ্রাধিকার দিতে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান। কেননা এর দ্বারা দেশে নতুন নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এছাড়া রপ্তানি পণ্যের সঠিক মান বজায় রাখা ও দেশের সুনাম রক্ষা করতে তিনি রপ্তানিকারকদের সতর্ক করেন।
রপ্তানি বাণিজ্যের উন্নয়ন ও বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখতে ৫বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছে ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
ইমারতে ইসলামিয়া সরকারের রপ্তানি সংক্রান্ত অন্যতম কয়েকটি কার্যক্রম হল আঞ্চলিক দেশসমূহের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, জাতীয় বন্দর সমূহকে মানসম্মত করে তোলা, বিমান ও স্থল করিডোরে পণ্য পরিবহন সুগম করা, বিদেশে সম্ভাব্য ও বিকল্প বাজার সৃষ্টি করা, চোরাচালান ও অন্যান্য অপরাধ রোধ করতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বাণিজ্যিক শুল্ক সহনশীল পর্যায়ে রাখা ইত্যাদি।
তথ্যসূত্র:
1.Export Processing Zones to be Established in 6 Provinces
– https://tinyurl.com/39zwrm7c
2. Baradar Unveils New Export Processing Zones
– https://tinyurl.com/4h7hnc3v