ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৩ জুলাই, ২০২৪

0
156

• দক্ষিণ গাজার আল-মাওয়াসি ক্যাম্পে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ শতাধিক। এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে পড়ে আছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরুস।

• হামাসের সামরিক কমান্ডার মুহাম্মাদ দেইফকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জায়োনিস্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে মুহাম্মাদ দেইফ হামলায় নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত বলতে পারছে না জায়োনিস্ট বাহিনী। তবে এই হামলা ইসরায়েলের জন্য উপকারী হয়েছে বলে মন্তব্য করেছে নেতানিয়াহু। যদিও এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৯০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

• আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও জায়োনিস্ট ইসরায়েল এই হামলার পরপরই উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরের একটি বিধ্বস্ত মসজিদে হামলা চালিয়েছে। এতে মুসুল্লিসহ অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,৪৪৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৮,৪৮১ জন ফিলিস্তিনি।

• রাফার পূর্বে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

• নাহাল ওজে জায়োনিস্ট বাহিনীর অপারেশন রুমে যৌথ স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী এবং মুজাহিদিন ব্রিগেড।

• রাফার আবু জর গিফারি মসজিদের কাছে জায়োনিস্ট বাহিনীর তিনটি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট ট্যাংকগুলো ধ্বংস হয়েছে।

• গাজা শহরের পশ্চিমে তাল আল-হাওয়ার দক্ষিণে নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

• রাফা ক্রসিং গেটে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

• সিককা এলাকায় জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এছাড়াও একটি বাড়ি থেকে বের হওয়ার সময় একদল জায়োনিস্ট পদাতিক সৈন্যের উপর হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

• বালাতা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে সম্মুখ লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯০ জন
পরবর্তী নিবন্ধপাকিস্তানি সেনা কনভয়ে টিটিপির অ্যাম্বুশে হতাহত অন্তত ৩০