ভারতের মহারাষ্ট্র রাজ্যের নন্দুরবার এলাকায়, হিন্দু উগ্রপন্থীরা একজন আলেম কে নির্যাতন করেছে এবং শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে একজন মসজিদের ইমামকে মারধর করেছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের মতে, সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই ইচ্ছাকৃতভাবে মুসলমানদের টার্গেট করা হয়েছে।
নন্দুরবারে মুফতি শাহরুখ নামে একজন আলেমকে আক্রমন করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে নন্দুরবারে হাফিজ জুবায়ের নামে এক ইমামকে মারধরের ঘটনা ঘটে। এ ছাড়া গত চার দিনে একই শহরে আরও তিনটি সহিংসতা ও মুসলমানদের নির্যাতনের ঘটনা ঘটেছ।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ জুলাই, শনিবার এশার নামাজের পর ২৬ বছর বয়সী মুফতি শাহরুখ ও তার বন্ধু ২৫ বছর বয়সী মুজামিল বাড়ি ফিরছিলেন। এমন সময় ৮ থেকে ১০ জন হিন্দু চরমপন্থী তাদের থামিয়ে লাঠি সোটা নিয়ে আক্রমন করে এবং নির্মমভাবে মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় মুফতি শাহরুখ থানায় অভিযোগ দায়ের করেছেন, তবে পুলিশ কোনও এফআইআর নথিভুক্ত করেনি।
একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে মঙ্গলবাজার শাহ এলাকায়, জালাল মসজিদের সামনে ইমাম হাফিজ জুবায়েরের সঙ্গে। বিনা কারণে এক ব্যক্তি তাকে মারধর করে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
গত তিন-চার দিনে নন্দুরবার শহরের বিভিন্ন স্থানে এমন পাঁচটি ঘটনা ঘটেছে। শহরের ডি মার্ট ও সঞ্জয় টাউন এলাকায় দুটি ঘটনায় দুই মুসলিম যুবককে মারধর করা হয়েছে।
একই রকম আরেকটি ঘটনা ঘটেছে মহল্লা ঘরে যেখানে এক মুসলিম যুবক সহিংসতার শিকার হয়েছে। রাস্তা অবরোধ করে হিন্দু সন্ত্রাসীরা তাকে প্রহার করে।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস নেতা মোহাম্মদ আরিফ নাসিম খান এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফ নাসিম খান বলেন, সংসদ নির্বাচনের পর সারাদেশে মুসলমানদের বিরুদ্ধে প্রায়ই এমন ঘটনা ঘটছে যা দুঃখ ও উদ্বেগজনক।
তথ্যসূত্র:
1.Hindu extremists torture religious scholar, beat up pesh imam in Maharashtra
– https://tinyurl.com/2z6e3bbb