গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ১৭

0
8

গাজা উপত্যকায় ১৩ আগস্ট, মঙ্গলবার সারা রাত ও বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় পাঁচ শিশু ও তাদের বাবা-মাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। ১৪ আগস্ট, বুধবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রাতে গাজার কেন্দ্রস্থল নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে একটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর নিকটবর্তী আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুই থেকে ১১ বছর বয়সী পাঁচটি শিশু ও তাদের বাবা-মা নিহত হয়েছেন।

এছাড়া বুধবার ভোরে পার্শ্ববর্তী মাঘাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতালটি।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি আবাসিক টাওয়ারে হামলায় নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

জরুরি বিভাগ থেকে আরো জানানো হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর বাইত লাহিয়ার একটি বাড়িতে বিমান হামলায় আরো দু’জন নিহত হয়েছেন।
১০ মাসের লড়াই বন্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে নতুন আলোচনার ঠিক আগ মুহূর্তেই এ হামলা চালানো হলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে সব মিলিয়ে ফিলিস্তিনি নিহতের সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে।


তথ্যসূত্র:
1. LiveIsrael-Hamas war latest: Israeli strikes kill at least 17 in Gaza overnight, Palestinians say
– https://tinyurl.com/42v4vbyk
2. Israel-Hamas war latest: Israeli strikes kill at least 17 in Gaza overnight, Palestinians say
– https://tinyurl.com/wupnmd7p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত, মোট সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই
পরবর্তী নিবন্ধসোমালি সেনা ঘাঁটি ও কনভয়ে শাবাবের অভিযানে অন্তত ৪০ সেনা নিহত