কেনিয়ার উপকূলীয় অঞ্চল লামু এবং উত্তরাঞ্চলীয় রাজ্য মান্দিরায় প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের সামরিক অপারেশন অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহেও অঞ্চলটিতে প্রতিরোধ যোদ্ধারা অন্তত ৫টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। এতে অনেক কেনিয়ান সৈন্য হতাহত হয়।
শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, অভিযানগুলো গত ১৭ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে কেনিয়ার উপকূলীয় অঞ্চল লামুতে ৩টি এবং উত্তরাঞ্চলীয় মান্দিরা রাজ্যে ২টি চালানো হয়েছে। এরমধ্যে মান্দিরার আইল-কালো শহরে মুজাহিদদের পরিচালিত হামলায় অন্তত ৬ সৈন্য হতাহত হয়। একইভাবে রাজ্যটির ইশকানী শহরে মুজাহিদদের অভিযানে ১ সেনা নিহত এবং অন্য ১ সেনা সদস্য আহত হয়।
এসময়ের মধ্যে মুজাহিদগণ তাদের সবচাইতে সফল অভিযানটি চালান ২০ আগস্ট মঙ্গলবার। অভিযানটি লামু রাজ্যের কিয়ুঙ্গা শহরের উপকণ্ঠে একটি সামরিক কনভয়কে লক্ষ্য করে চালানো হয়। এতে অন্তত ৮ কেনিয়ান সেনা নিহত এবং আরও ৯ এরও বেশি সৈন্য আহত হয়। এসময় একটি সামরিক যান ধ্বংস এবং অন্য কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়।
শাবাব মুজাহিদগণ অভিযান শেষে ঘটনাস্থল ছেড়ে গেলে, সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্স ও ১টি হেলিকপ্টার অবতরণ করে। যেগুলো নিহত ও আহত কেনিয়ান সেনাদের বহন করে অন্যত্র নিয়ে যায়।