ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ একই পরিবারের ১১ জন নিহত

0
33

গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন,২৪ আগস্ট, শনিবার গাজা উপত্যকার একাধিক স্থানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র খান ইউনিসেই দুই শিশুসহ একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন।

নাসের হাসপাতালের মতে,শনিবার গাজা উপত্যকার খান ইউনিসে একটি বাড়িতে বিমান হামলায় দুই শিশুসহ একই পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে তারা অপর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে তিনটি লাশ পেয়েছে।

ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার করার পরে স্থানীয়রা খান ইউনিসের হামাদ শহর এলাকা থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধার কর্মীদের একটি দল খান ইউনিসের পশ্চিমে একটি আবাসিক ভবন থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে। তাদের মৃত্যুর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি, তবে গত কয়েকদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে।

কিছু বাসিন্দা হামাদ শহরে ফিরে এসেছেন,কিন্তু এখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নেভিন খেদার নামে একজন স্থানীয় মহিলা বলেছিলেন,“এখানে কিছুই নেই, অ্যাপার্টমেন্ট নেই, আসবাবপত্র নেই, বাড়িঘর নেই, শুধু ধ্বংস,”।

ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজা উপত্যকা থেকে প্রায় দুই মিলিয়ন লোককে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, বাস্তুচ্যুতদের বেশিরভাগই মিশরের সীমান্তের কাছে ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে যেতে বাধ্য হয়েছে।
১০ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।


তথ্যসূত্র:
1. Among the dead were 11 members of a family, including two children, after an airstrike hit their home in Khan Younis.
– https://tinyurl.com/3zyfek26

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপর্দা করা শিক্ষার্থীদের নিকাব খুলতে বাধ্য করতো ঢাবি শিক্ষক আজাদ
পরবর্তী নিবন্ধ১৪৫০জন নতুন সেনাসদস্যকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করলেন আমিরুল মুমিনীন