ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে। ২৪ আগস্ট, শনিবার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সেন্ট্রাল গাজায় তারা নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন সার্জেন্ট ও একজন সার্জেন্ট মেজর ।
টেলিভিশন ব্রিফিংয়ে আইডিএফ মুখপাত্র জানিয়েছে, তিন সেনার মধ্যে দুজন ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ও অপরজন তাদের হামলায় নিহত হয়েছেন।
ওদিকে, ইসরায়েল ২৩ আগস্ট, শুক্রবার তাদের হতাহত সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে। তারা বলেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত তাদের ৬৯৯ সেনা নিহত ও অপর ৬৪৫ সেনা গুরুতর আহত হয়েছে।
৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের দিন প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত দখলদার সেনাদের এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তেল আবিব তার ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।
তথ্যসূত্র:
1.IDF announces deaths of 3 soldiers killed fighting in Gaza on Friday
– https://tinyurl.com/54su7s79