লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত ২ হাজার ছাড়িয়েছে

0
23

লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে। রাজধানী বৈরুতে রাতভর অব্যাহত শক্তিশালী বিস্ফোরণে আহত হয়েছেন কয়েক হজার মানুষ। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী।

এখনো লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার সৈন্যরা বাঙ্কার-বাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে যা খুব গভীর পর্যন্ত পৌঁছাতে পারে এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে দাহিয়েহ এলাকায়।

এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে ‘সামষ্টিক গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি বলেছেন, ইসরায়েলের লাগামহীন কর্মকাণ্ডের ব্যাপারে তার দেশ বহুবার সতর্ক করেছে।

৩ অক্টোবর, বৃহস্পতিবার দোহায় এশিয়া কো-অপারেশন ডায়ালগ সম্মেলনে দেয়া বক্তৃতায় কাতারের আমির বলেন, এটি স্পষ্ট যে, (মধ্যপ্রাচ্যে) যা ঘটছে তা একটি গণহত্যা। পাশাপাশি, গাজা উপত্যকাকে মানব বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করা হচ্ছে, যাতে সেখানকার মানুষদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়।

এসময় ‘ভ্রাতৃত্বপূর্ণ লেবাননের’ বিরুদ্ধেও ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান তিনি।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, দুই সপ্তাহে ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

গত এক বছরে লেবাননে প্রাণ হারিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৫ শতাধিক।


তথ্যসূত্র:
1. Death toll from Israeli assaults on Lebanon since last Oct. 8 reaches nearly 2,000: Health minister
– https://tinyurl.com/ts6vynpj
2.Lebanon death toll exceeds 2K people amid Israel and Hezbollah conflict
– https://tinyurl.com/bdhpty68
3. Live: Israel resumes Beirut bombing as Lebanon death toll passes 2,000
– https://aje.io/3vwl57

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে আকস্মাৎ বন্যা; পানিবন্দি ২০,০০০ মানুষ
পরবর্তী নিবন্ধকুনার-নুরিস্তান মহাসড়ক সংস্কার কাজ উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া প্রশাসন