গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারালেন আরও ৫১ ফিলিস্তিনি

0
31

১৬ নভেম্বর, শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। হামলার পর ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকে। খবর আল জাজিরার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়ার একটি স্কুলে একটি মারাত্মক ইসরায়েলি বিমান হামলার ফলে শিশু ও মহিলা সহ একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ইউএনআরডব্লিউএ পরিচালিত আবু আস স্কুলে হামলা করেছে যেটি বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য আশ্রয় প্রদান করে আসছিল। হামলায় শিশু ও নারীসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে একটি বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় শনিবার রাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কেন্দ্রীয় গাজা শহরের শাবি মোড়ে আইয়ুব পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার ফলে আরও পাঁচজন নিহত হয় এবং অন্যরা আহত হয়। আহতদেরকে আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৯৯ জনে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩ হাজার ৬০১ জন।


তথ্যসূত্র:
1.LIVE: Israeli forces kill 51 in Gaza; Settlers raze West Bank’s Beit Furik
– https://tinyurl.com/pdjfk363
2.Dozens of innocent civilians killed as Israeli airstrike hits school-shelter in al-Shati refugee camp
-https://tinyurl.com/555c2862

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মুজাহিদদের তীব্র প্রতিরোধ যুদ্ধ অব্যাহত
পরবর্তী নিবন্ধপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১