সেনাবাহিনীর পাশাপাশি দেশের পুলিশ বাহিনীকে সুদৃঢ় করে চলেছে তালেবান সরকার। সম্প্রতি আফগানিস্তানের পারওয়ান প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ২৩৫ জন মুজাহিদ সফলভাবে তাদের পেশাগত ও দ্বীন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই প্রশিক্ষণে সদস্যগণ ইসলামী আদর্শ, বিভিন্ন কলাকৌশল ও অভিযান পরিচালনা সংক্রান্ত জ্ঞান লাভ করেছেন।
প্রশিক্ষণ কার্যক্রমটির মেয়াদ ছিল ২ মাস। এটি ছিল উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের ৯ম সেশন। ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে তথ্যগুলো জানানো হয়।
পারওয়ান প্রাদেশিক পুলিশ শাখার মুখপাত্র ফজল করিম হাফিযাহুল্লাহ জানান, ইমারতে ইসলামিয়া পুনঃপ্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭ হাজার মুজাহিদ উক্ত ট্রেনিং সেন্টারে স্নাতক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে জাতীয় পুলিশ বাহিনীতে তালিকাভুক্ত করা হয়েছে। জনগণের নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্যগণ নিজ দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5xffrutj
আলহামদুলিল্লাহ