
আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা সংশ্লিষ্ট মুজাহিদদের হামলায় ইয়েমেনে ২ মিলিশিয়া সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত ২৬ ফেব্রুয়ারি, ইয়েমেনের আবিয়ান রাজ্যের মুদিয়া জেলার উপকন্ঠে একটি হামলা চালিয়েছেন আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা সংশ্লিষ্ট আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা। সংযুক্ত আরব-আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন দ্বারা এই হামলা চালানো হয়েছে। “আল-রাহওয়া” এলাকায় শত্রু সাইট টার্গেট করে মুজাহিদদের পরিচালিত এই হামলায় মিলিশিয়া বাহিনীর ২ ভাড়াটে সদস্য আহত হয়েছে।