মাওলানা হামিদুল হক হাক্কানি রহ. এর শাহাদাতের ঘটনায় ইমারতে ইসলামিয়া’র শোকবার্তা

0
32

পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। উক্ত হামলায় শহীদ হয়েছেন মাদ্রাসার মুহতামীম প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা হামিদুল হক হক্কানি। তার শাহাদাতে আলেম সমাজ ও দ্বীনি প্রতিষ্ঠানের এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

তার সম্মানিত পরিবার, ছাত্র ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইমারতে ইসলামিয়া। বার্তায় হাক্কানি রহিমাহুল্লাহ’র জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউসের দোয়া করা হয়। একই সাথে তার শোকাহত পরিবার ও সংশ্লিষ্ট সকলের জন্য ধৈর্য ও অপরিসীম পুরস্কারের প্রার্থনা করা হয়।

এছাড়া যারা পরিকল্পিতভাবে এ অঞ্চলের হকপন্থী আলেমদের টার্গেট করে যাচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রতিশোধ গ্রহণের জন্য আল্লাহ তাআলার নিকট তৌফিক প্রার্থনা করা হয়। মহান আল্লাহ যেন ভবিষ্যতে আলেম-ওলামাদের এ ধরনের নৃশংসতার কবল থেকে হেফাজত করেন বার্তায় এই কামনা করা হয়।

উল্লেখ্য যে, আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আক্কোরা খাট্টকে অবস্থিত বিখ্যাত একটি দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা, যা উক্ত অঞ্চলে সঠিক দ্বীনি শিক্ষার মাধ্যমে প্রখ্যাত অনেক আলেম ও মুজাহিদের জন্ম দিয়েছে।


তথ্যসূত্র:
1. Islamic Emirate’s Condolence Message on the martyrdom of the Deputy Administrator of Darul Uloom Haqqania
– https://tinyurl.com/zrzdabz8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে শত্রু অবস্থানে মুজাহিদদের ড্রোন হামলা: ২ শত্রু সেনা আহত
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ১৯২ নবীন সেনার প্রশিক্ষণ সম্পন্ন