আফগানিস্তানে বিগত যুদ্ধাবস্থায় বন্ধ হয়ে যাওয়া বাঘলান চিনি কারখানা পুনরায় চালু

0
48

বিগত দশকসমূহের যুদ্ধাবস্থায় আফগানিস্তানের অসংখ্য বড় বড় কারখানা বিধ্বস্ত হয়, ফলে এগুলোর কার্যক্রম দীর্ঘদিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর এ সকল কারখানা সংস্কার ও পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করে।

সেই ধারাবাহিকতায়, দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হল বাঘলান প্রদেশে অবস্থিত বাঘলান চিনি কারখানা। কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজিবুল্লাহ দুরান্দিশ জানান, ব্যাপক সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রমের পর কারখানাটি চালু করা হয়েছে।

পুনরায় চালুর পর এতে ৬০ জন ব্যক্তিকে সরাসরি নিয়োগ দেয়া হয়েছে, এছাড়া আরও ৩০০ জনকে পরোক্ষভাবে নিয়োগ দেয়া হয়েছে। কারখানাটির দৈনিক ৭০০ থেকে ৮০০ টন চিনি উৎপাদনের সক্ষমতা রয়েছে।


তথ্যসূত্র:
1. Baghlan Sugar Factory Resumes Operations
– https://tinyurl.com/bdhpjzk4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশেখ পরিবারের নামে থাকা আরও ২৯ টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি
পরবর্তী নিবন্ধরমাদান উপলক্ষে আফগানিস্তানের নানগারহারে ৬০০ বিধবা ও এতিমের মাঝে খাদ্য সহায়তা বিতরণ