
দখলদার ইসরায়েলি বাহিনী ০৪ মার্চ, মঙ্গলবার রাতে পশ্চিম তীরে তাদের অভিযানের ৪৩তম দিনে তারা তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং অভিযানের পরিসর সম্প্রসারণ করেছে, যা এখন জেনিন শহরের নতুন অংশেও বিস্তৃত হয়েছে।
অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, দখলদার ইসরায়েলি বাহিনী জেনিনের পূর্বাঞ্চলে নিহত ২০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ ফেরত দিয়েছে। জেনিনের সরকারি হাসপাতালের প্রধান উইসাম বাকের জানিয়েছেন, জিহাদ আলাওনেহ নামের অপর এক ব্যক্তিকে মঙ্গলবার ভোরে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
২৫ বছর বয়সী ওই ব্যক্তি ইসরায়েলি বাহিনীর গুলিতে আঘাত পাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ২১ জানুয়ারি পশ্চিম তীরের উত্তরে বড় ধরনের অভিযান শুরু করে। ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ওই ভূখণ্ডে ট্যাংক মোতায়েন করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ‘আয়রন ওয়াল’ নামে পরিচিত এই অভিযান গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন পর শুরু হয়। এর আওতায় জেনিন, তুলকারেম ও তুবাস শহরের আশপাশের শরণার্থীশিবিরে বর্বর অভিযান চালানো হচ্ছ।
তথ্যসূত্র:
1. Two Jenin Youth Killed as Israeli Forces Raid Palestinian Cities, Refugee Camps
– https://tinyurl.com/3xh85wxr