
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে ১১ রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলের দিকে কক্সবাজারের টেকনাফের নৌঘাটে ফেরার পথে ট্রলারসহ তাদের আটক করা হয়।
স্থানীয় জেলেদের বরাতে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেলের দিকে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরে টেকনাফ শাহপরীর দ্বীপ নৌঘাটে ফেরার পথে মিয়ানমার অভ্যন্তরের জলসীমানার নাইক্ষ্যংদিয়া স্থান থেকে আরাকান আর্মির সদস্যরা প্রথমে একটি ট্রলারে ৬ রোহিঙ্গা জেলেকে আটক করে। পরে কয়েক ঘণ্টা পরে বাংলাদেশি ৫ জেলেকে আরেকটি ট্রলারসহ আটক করে। দুদিন পার হলেও এখনো তারা ছাড়া পায়নি।
তথ্যসূত্র:
১. বঙ্গোপসাগরে আরাকান আর্মির হাতে আটক ৫ বাংলাদেশিসহ ১১ জেলে
– https://tinyurl.com/yhxsh7e4