
ভারতের উত্তর প্রদেশের রামপুর এলাকায় একটি মসজিদের মাইকে ইফতারের ঘোষণা দেওয়ার কারণে ইমামসহ ৯ জন মুসলিমকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। একই সঙ্গে মসজিদের মাইক খুলে নিয়ে যায় পুলিশ।
গত ৭ মার্চ ভারতীয় গণমাধ্যম দ্য অবজারভার পোস্টে জানানো হয়, রামপুর এলাকার একটি মসজিদে মাইকে ইফতারের ঘোষণা দেওয়ার পর স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এটিকে ‘নতুন সংস্কৃতি’ হিসেবে অভিহিত করে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মসজিদে গিয়ে মসজিদের ইমামসহ ৯ মুসল্লিকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, ভারতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার ওপর ধারাবাহিকভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সম্প্রতি রমজান মাস আসার পর থেকে কয়েকটি প্রদেশে মাইকে আজান দেয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় প্রশাসন। এছাড়াও কয়েক জায়গায় আজান দেয়ার অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনাও ঘটেছে।
তথ্যসূত্র:
1. Nine Arrested, Including Imam, After Iftar Announcement on Loudspeaker in Rampur
– https://tinyurl.com/4ja5fte8