
ভারতে এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ভেঙে সরিয়ে দেওয়ার দাবি করেছে বিজেপি নেতারা। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের সম্ভাজিনগর (আগে ছিল আওরঙ্গবাদ) জেলার খুলদাবাদে রয়েছে ছয়জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ এই সম্রাটের সমাধি।
আর আওরঙ্গজেবের সমাধি সরানোর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ছত্রপতি সম্ভাজিনগর জেলার খুলদাবাদ থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে সমর্থন করেছে।
সম্প্রতি, মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর ও বিজেপির সাতারা সংসদ সদস্য উদয়নরাজে ভোঁসলে সম্রাট আওরঙ্গজেবের সমাধিটি ভেঙে ফেলার দাবি করে। সে বলে, “কী প্রয়োজন..মেশিন পাঠিয়ে তার সমাধি ভেঙে ফেলা উচিত… তিনি ছিলেন একজন চোর এবং লুটেরা (ডাকাত)।”
সে আরও বলে, “যারা আওরঙ্গজেবের সমাধিতে যায় এবং শ্রদ্ধা জানায় তারা তার ভবিষ্যৎ (আশ্রয়) হতে পারে। তাদের উচিত সেই সমাধিটি তাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু তারপরও আওরঙ্গজেবের গৌরব ও প্রশংসা আর সহ্য করা হবে না।”
এর আগে গত ৪ মার্চ বিজেপি নেতা নবনীত রানাও সম্রাট আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবি করেছিল। সাবেক এই বিজেপি সংসদ সদস্য বলেছে, “আমি মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করতে চাই, ঠিক যেভাবে আওরঙ্গাবাদের নাম পরিবর্তন করে আমাদের ভগবান সম্ভাজি মহারাজের নামে রাখা হয়েছিল, তেমনই আওরঙ্গজেবের সমাধিও ভেঙে ফেলা উচিত।”
প্রসঙ্গত, সম্রাট আওরঙ্গজেব ছিলেন ছয়জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ সম্রাট। তিনি মারা গেছেন ৩০০ বছরেরও বেশি সময় আগে। ভারতকে ১৬৫৮ সাল থেকে ১৭০৭ সাল পর্যন্ত অর্ধ-শতাব্দী কাল ধরে শাসন করেছিলেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে, ভারতের আগ্রায় মুঘল সম্রাট আওরঙ্গজেবের বাসভবন ‘মুবারক মঞ্জিল’ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অথচ এর মাত্র তিন মাস আগেই ২০২৪ সালের সেপ্টেম্বরে ওই ভবনটিকে ঐতিহ্যবাহী ও সংরক্ষণযোগ্য স্থাপত্যের তালিকাভুক্ত বলে ঘোষণা করেছিল উত্তরপ্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ।
মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম। তিনি শরিয়া আইন চালু করেছিলেন এবং তাকে বলা হয় “সর্বশেষ কার্যকর মুঘল সম্রাট”।
তথ্যসূত্র:
1.Devendra Fadnavis Backs Call To Remove Aurangzeb’s Tomb, Slams Congress
– https://tinyurl.com/m534myka
2. Devendra Fadnavis backs calls for Aurangzeb’s tomb removal with jab at Congress
– https://tinyurl.com/34s49r39