কুশতেপা খাল সবুজায়ন করার লক্ষ্যে কাবুল কৃষি বিভাগের ৪ লক্ষ চারা রোপণের ঘোষণা

0
94

কুশতেপা খালের চারপাশে সবুজায়ন করতে সর্বমোট ৪ লক্ষ চারা রোপণের ঘোষণা জানিয়েছেন কাবুল কৃষি বিভাগ। এর উদ্দেশ্য হল খালের বাস্তুতন্ত্র রক্ষা করা এবং এটিকে গাছপালা সমৃদ্ধ করে তোলা। কাবুল জেলা কৃষি পরিষেবার সাধারণ পরিচালনার সহায়তায় এ উদ্যোগ কার্যকর করা হচ্ছে।

সবুজায়নের সাথে সাথে মাটির বৈশিষ্ট্য সংরক্ষণ, ভূমি অবক্ষয় রোধ ও কুশতেপা খালের আশেপাশে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য যে, এর আগে লোগার প্রদেশের বাগান মালিকগণ খালটির সবুজায়নের উদ্দেশ্যে দেড় লক্ষেরও অধিক চারা প্রদান করেছেন।


তথ্যসূত্র:
1. 400,000 saplings to be planted to green the Qush Tepa Canal
– https://tinyurl.com/3ba4cetf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে দুটি শত্রু কনভয়ের বিরুদ্ধে মুজাহিদদের সফল অভিযান
পরবর্তী নিবন্ধজাতিসংঘের বৈঠকে তালিবান প্রতিনিধির অনুপস্থিতির সুযোগে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে পাকিস্তান