
ইমারতে ইসলামিয়া প্রশাসন দেশ গঠনে ধারাবাহিকভাবে কার্যকর ও উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে কুন্দুজ প্রদেশে বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে গ্যালাক্সি স্টোনস কনস্ট্রাকশন অ্যান্ড রোড কনস্ট্রাকশন কোম্পানি ৮২২ মিলিয়ন আফগানি বিনিয়োগে একটি নতুন বাণিজ্যিক প্রকল্প চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালাক্সি স্টোনসের পরিচালক ড. সাইফ রহিম শেরজাদ জানান, এই প্রকল্পটি কেবল কুন্দুজের স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং আগামী দুই বছরে শত শত নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
প্রকল্পটির আওতায় বিভিন্ন ব্যবসা খাতের জন্য বিশেষায়িত বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। প্রস্তাবিত অবকাঠামোর মধ্যে রয়েছে নয়তলা বিশিষ্ট একটি বাজার, যা ব্যাংক ও মানি চেঞ্জারদের জন্য নির্ধারিত। এছাড়া চারতলা বিশিষ্ট একটি গয়না ও সোনার বাজার, পাঁচতলা বিশিষ্ট মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস মার্কেট এবং চারতলা বিশিষ্ট ইলেকট্রনিক্স ও পোশাকের বাজার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বাণিজ্যিক স্থানের পাশাপাশি প্রকল্পটিতে থাকবে কফি হাউস, নতুন রাস্তা এবং একটি আধুনিক বিনোদন পার্ক, যা ব্যবসায়িক কেন্দ্রের পাশাপাশি স্থানীয় জনগণের জন্যও সুবিধা বয়ে আনবে।
তথ্যসূত্র:
1. New Commercial Market Project Launched in Kunduz
– https://tinyurl.com/2s4cc78n