বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বাড়ছে: জাতিসংঘ মহাসচিব

0
68

বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং বৈষম্যমূলক নীতির কারণে সহিংসতা ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত ১৫ মার্চ ইসলামোফোবিয়া বিরোধী দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

প্রতি বছরের ১৫ মার্চ বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া বিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষে দেওয়া বার্তায় গুতেরেস বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে মুসলিমবিরোধী কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এ সময় তিনি সবাইকে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

উল্লেখ্য যে, ইসলাম ও মুসলিম ইস্যুতে জাতিসংঘ কেবল বক্তব্য দিয়েই তার দায়িত্ব শেষ করে, কখনোই কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না। বরং অনেক ক্ষেত্রে মুসলিমবিরোধী রাষ্ট্রগুলোর প্রতি নমনীয় মনোভাব দেখায় সংস্থাটি। জাতিসংঘ যদি সত্যিই ইসলামবিদ্বেষ রোধে আন্তরিক হতো, তবে বিশ্বজুড়ে মুসলিমদের বিরুদ্ধে চলমান নিপীড়ন বন্ধ করতে বাস্তবসম্মত উদ্যোগ নিত।


তথ্যসূত্র:
1. We are witnessing a disturbing rise in anti-Muslim bigotry
– https://tinyurl.com/36acvf7d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমা হামলা, নিহত অন্তত ২৪
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || ইমারতে ইসলামিয়ায় ৫১৩ সেনা সদস্যের কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন