ফটো রিপোর্ট || ইমারতে ইসলামিয়ায় ৫১৩ সেনা সদস্যের কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন

0
58

প্রতিনিয়তই সেনা সংখ্যা বৃদ্ধি ও সেনাদের মানোন্নয়ন করে চলেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন। এ ধারাবাহিকতায় এবার আরও ৫১৩ জন সেনা সদস্যকে বিশেষ কমান্ডো প্রশিক্ষণ প্রদান করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

গত ১৫ মার্চ দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির স্পেশাল সেনাবাহিনী বিভাগের ৫১৩ সদস্য চার মাসের বিশেষ কমান্ডো প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তারা এই প্রশিক্ষণের পাশাপাশি শরিয়াহ সম্পর্কিত কোর্সও সম্পন্ন করেছেন।

এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান কারি মুহাম্মদ ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ, বিশেষ বাহিনী বিভাগের কমান্ডার আল-হাজ্জ নুসরাত হাজি লালা হাফিযাহুল্লাহ, বিশেষ সেনাবাহিনী বিভাগের ডেপুটি কমান্ডার মৌলভী মুমতাজ আহমদ হাক্কানি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রধান কারি মুহাম্মদ ফাসিহউদ্দিন স্নাতক হওয়া সেনাদের অভিনন্দন জানিয়ে তাঁর বক্তৃতায় বলেন, ‘তোমরা সেই সাহসী মুজাহিদ যারা কঠিন যুদ্ধের মাঠে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিলে। এখন তোমরা বিশেষ সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছ। তোমাদের সাহসিকতা এবং পেশাদারিত্ব শত্রুদের হৃদয়ে ভীতি সঞ্চার করেছে এবং এই ইসলামি ভূমিতে তাদের অশুভ লক্ষ্য অর্জনের আশা চিরতরে ধ্বংস করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেভাবে তোমরা কাফের দখলদারিত্বকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছে, এখন তোমাদের প্রধান দায়িত্ব হল ইসলামি ব্যবস্থার টিকে থাকা এবং দেশের নিরাপত্তায় প্রতিটি মুহূর্তে শত্রুদের বিরুদ্ধে লড়াই করা।’

এ সময় কমান্ডোরা শপথ নেন যে, তারা দেশের যেকোনো স্থানে সেবা করতে প্রস্তুত এবং ইসলামি ভূমির নিরাপত্তা রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত।

কমান্ডোদের স্নাতক অনুষ্ঠানের কিছু চমৎকার ছবি:


তথ্যসূত্র:
1. فراغت ۵۱۳ تنین کمانندو اردوی اسلامی ملی از پنجمین دوره تعلیمی فرق قطعات خاص وزارت دفاع ملی
– https://tinyurl.com/2638pv2s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বাড়ছে: জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধবুরকিনায় বেসামরিক মুসলিমদের বিরুদ্ধে জান্তার গণহত্যা অব্যাহত: কঠিন প্রতিশোধের অঙ্গিকার আল-কায়েদার