মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

0
26

বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তুহিন হাসান লিমন ও তার স্বজনদের বিরুদ্ধে উত্তর বয়ড়া গ্রামে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার পেতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক শনিবার (১৪ মার্চ) সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছে।

উপজেলার উত্তর বয়ড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক অভিযোগ করেন, তার বাড়ির সামনে চরপাড়া-হুয়াকুয়া সড়কের পূর্ব পাশে প্রায় পাঁচ শতক জমিতে মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট শুরু করেন। একই গ্রামের তোতা তরফদারের ছেলে জোড়গাছা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি তুহিন হাসান লিমন ও মৃত আবদুল খালেকের ছেলে শ্যামল মিয়া এতে বাধা দেয়। এছাড়া সে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে মোজাম্মেল শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


তথ্যসূত্র:
১. ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
– https://tinyurl.com/3etk3zsh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধআওয়ামীলীগ নেতার পুকুর থেকে উদ্ধার ৬০ রাউন্ড বুলেট